বিজয় দিবস ইন্টার ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ৫ জানুয়ারি, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

ব্রাদার্স ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনায় বিজয় দিবস ইন্টার ক্রিকেট টুর্নামেন্ট গতকাল ৪ জানুয়ারি সোমবার বাকলিয়া স্টেডিয়ামে সম্পন্ন হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি, সিজেকেএস সাধারণ সম্পাদক ও ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রফিক ফিশিং অ্যান্ড ট্রেডিং এর নির্বাহী কর্মকর্তা মনির আহমদ, মোহাম্মদীয়া এন্টারপ্রাইজের নির্বাহী কর্মকর্তা মহসিন রেজা, হোটেল রোহ উড এর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সিজেকেএস এর সদস্য ও সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাবেক কাউন্সিলর মোরশেদুল আলম, ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের পরিচালক ওয়াহিদুল আলম শিমুল, দিদারুল আলম, জসিম উদ্দিন মিঠুন, মো. সোলাইমান উদ্দিন, জসিম উদ্দিন, ফারুকুল আলম, নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবছরের প্রথম সেঞ্চুরি উইলিয়ামসনের
পরবর্তী নিবন্ধসৌরভের খোঁজ নিতে ফোন করলেন মোদি