নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্রা গত ৪ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও ইনস্টিটিউট অব এ্যাপ্লাইড হেল্থ সায়েন্সস পরিদর্শন করেন । এ সময় ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, আইএএইচএস-এর অধ্যক্ষ প্রফেসর ডা. এএমএম এহ্তেশামুল হক, ইউএসটিসি ও আইএএইচএস-এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং ইউএসটিসি ও আইএএইচএস-এ অধ্যয়নরত নেপালের শিক্ষার্থীবৃন্দ ফুল দিয়ে রাষ্ট্রদূতকে বরণ করেন। এদিকে গতকাল ইউএসটিসি ও আইএএইচএস-এর কনফারেন্স হলে প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্রা। তিনি বলেন, ইউএসটিসি থেকে পাস করা অনেক নেপালী ডাক্তার নেপালসহ সারা বিশ্বে চিকিৎসা ও স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ইউএসটিসি/ আইএএইচএস/ বিবিএমএইচ-এর প্রশংসা করেন। তিনি ইউএসটিসি ও আইএএইচএস-এর অবকাঠামো, শিক্ষার পরিবেশ ও গবেষণার বিভিন্ন সুযোগ-সুবিধা দেখে অভিভূত হন। তিনি আরও বলেন, ইউএসটিসির প্রতিষ্ঠাতা উপাচার্য জাতীয় অধ্যাপক (ডা.) নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী। তাঁরই দক্ষতাই প্রতিষ্ঠিত আজকের এই ইউএসটিসি, আইএএইচএস এবং বিবিএমএইচ। তিনি বাংলাদেশ ও নেপালের সাথে সুসর্ম্পকের কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এ সর্ম্পক আরও জোরদার হবে এবং অব্যাহত থাকবে।