ঠিকাদারের বিলে ওয়ার্ড কাউন্সিলরদের সুপারিশ বন্ধের নির্দেশনা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ জানুয়ারি, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

বিধিসম্মত না হওয়ায় ঠিকাদারের দাখিলকৃত উন্নয়ন কাজের বিলে ওয়ার্ড কাউন্সিলরদের সুপারিশ বা সম্পৃক্ততা বন্ধে চট্টগ্রামসহ সারা দেশের সিটি কর্পোরেশনগুলোকে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সিটি কর্পোরেশনগুলোর প্রধান নির্বাহী কর্মকতাদের গতকাল এ নির্দেশনা দেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুমেরী জামান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এলাকার উন্নয়ন কাজ তদারকি করতেন স্থানীয় কাউন্সিলরগণ। পরবর্তীতে ঠিকাদারের উপস্থাপিত বিলের ফাইলে সুপারিশ বা স্বাক্ষর করতেন তারা। ২০১৫ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর আ জ ম নাছির উদ্দীন দীর্ঘদিনের এ সংস্কৃতি বাদ দেন। অবশ্য নির্বাচিত পর্ষদের মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে কাউন্সিলর নেই চসিকে।
এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে পাঠানো পত্রের আলোকে গতকাল উন্নয়ন কাজের বিল সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজের বিপরীতে ঠিকাদার কর্তৃক দাখিলকৃত বিল পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সুপারিশ গ্রহণ করা হয়ে থাকে মর্মে জানা যাচ্ছে। কিন্ত এ ধরনের রেওয়াজের সমর্থনে সরকারের কোন নির্দেশনা ও পরিপত্র নাই। এ জাতীয় কার্যক্রম বিধিসম্মত নয় এবং এর ফলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হওয়া বা সেবা গ্রহীতা নাগরিকদের হয়রানির সুযোগ সৃষ্টি হয়’।

পূর্ববর্তী নিবন্ধব্রিটেনে অক্সফোর্ডের টিকা দেয়া শুরু
পরবর্তী নিবন্ধচন্দনাইশে পাথর ও বালি বোঝাই ট্রাকের সংঘর্ষ