ছাত্রলীগের সোনালি অতীতকে ধরে রাখতে হবে

নগরীতে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৫ জানুয়ারি, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছন, কোন প্রকার লোভ, নীতিহীন, কর্মকাণ্ড ছাত্রলীগের স্বর্ণালী ইতিহাসের অবদানকে যেন কালিমালিপ্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগের ভূমিকা অপরিসীম, অতীতের ন্যায় ছাত্রলীগকে সঠিক ধারা ও রাজনীতিতে শৃংখলা ফিরিয়ে আনতে হবে।
মহানগর ছাত্রলীগ : মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে সিআরবি শিরিষ তলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। ছাত্রলীগের নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন। পরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পায়রা উড়ানোর পর কেক কাটেন তারা। এতে অংশ নেন-তালেব আলি, নাজমুল হাসান রুমি, রোমেল বড়ুয়া রাহুল, ইয়াছিন আরাফাত কচি, একরামুল হক রাসেল, নোমান চৌধুরী, আ ফ ম সাঈফউদ্দিন, মঈনুল হাসান চৌধুরী, শাহিন মোল্লা, ফররুখ আহমেদ পাভেল, নাঈম রনি, আমজাদ হোসেন, রনি মির্জা, সুজন বর্মন, খোরশেদ আলম মানিক, কবীর আহমেদ, আবু তারেক রনি, মিনহাজুল আবেদীন সানি, মিয়া মোহাম্মদ জুলফিকার, ওসমান গনি বাপ্পি, শাহরিয়ার হাসান, লিটন চৌধুরী রিংকু, আশরাফ উদ্দিন টিটু, এম এ হালিম সিকদার মিতু, আবদুল আহাদ, শফিকুল ইসলাম পারভেজ, শরীফুল ইসলাম আদনান, শেখ শরফুদ্দিন সৌরভ প্রমুখ।
মহানগর ছাত্রলীগ : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র‌্যালি গতকাল সোমবার নগরীর আন্দরকিল্লা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ র‌্যালি উদ্বোধক ছিলেন শফর আলী ও শেখ মাহমুদ ইছহাক। মিথুন মল্লিকের সভাপতিত্বে ও ওয়াহেদ রাসেলের সঞ্চালনায় বক্তব্য দেন, রেজাউল আলম রনি, মহিউদ্দিন মাহি, সরওয়ার উদ্দিন, মঈন শাহরিয়ার, অছিউর রহমান, মো. সোহেল, আশরাফুল ইসলাম, ইমরান আলী মাসুদ, মনির চৌধুরী, রাশেদ চৌধুরী, এস এম হুমায়ন কবির আজাদ, রায়হানুল কবির শামীম, নাছির উদ্দিন কুতুবী, সাব্বির চৌধুরী, অরবিন সাকিব ইবান, ওসমান গণি, আবু সায়েম সেতু, অভি চৌধুরী, সুজয়মান বড়ুয়া জিতু, সৈকত দাশ, আবু সায়েম, গাজী আক্কাস, নুরুল হক মনির, নিউটন দে, ফাহাদ আনিস, নেওয়াজ খান, জালাল আহমেদ রানা, আমিনুল ইসলাম শাওন, ইফতেখার হোসেন প্রমুখ।
দক্ষিণ জেলা ছাত্রলীগ : নগরীরর এলজিইডি হল রুমে গতকাল সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা ছাত্রলীগের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। সভায় বিশেষ অতিথি ছিলেন-দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ-অ্যাড. মির্জা কছির উদ্দিন, আহমদ হোসেন, এম এ জাফর, আ ক ম শামসুজ্জামান, আবু সুফিয়ান, মাহবুবুল আলম খোকা, নুরুল হাকিম, নুরুল আবছার, আবদুল গফুর, আয়ুব বাবুল, আবদুল কাদের সুজন, আ ম ম টিপু সুলতান চৌধুরী, বিজয় কুমার বড়ুয়া, আবু ছালেহ চৌধুরী, নঈমুল হক পারভেজ, কুতুব উদ্দিন আল আজাদ, তারেকুল ইসলাম, সালাউদ্দিন সাকিব, নুরুল আমিন প্রমুখ।
নাসিরাবাদ ছাত্রলীগ : প্রতিষ্ঠা বাষির্কী পালনে কেক কাটা অনুষ্ঠানে ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক বলেছেন, ছাত্রলীগ বাঙালি ইতিহাসের এক গৌরবোজ্জ্বল ভূমিকায় অবতীর্ণ। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর সিডিএ এভিনিউস্থ পূর্ব নাসিরাবাদ ছাত্রলীগের কেক কাটা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওমর ফারুক চৌধুরী, সোহেল ইমরান, সুলতান আহমদ, মাহির আসেদ বাবু, সাখাওয়াত হোসেন অপু, মোহাম্মদ শওকত আলী, ইমাম উদ্দীন নয়ন, আনছার উল্লাহ সৌরভ, মোহাম্মদ হাসান প্রমুখ।
বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ : র‌্যালি, ছাত্র সমাবেশ ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ। এতে উপস্থিত ছিলেন মোর্শেদ আলম, খালেদ মাসুদ, এস এম রোকন উদ্দিন, আবু সাদাত সায়েম, ইলিয়াস, পলাশ দাশ, আখতার, মিজানুর রহমান বাপ্পী, সাইফুল ইসলাম, জয় দে, প্রান্ত দাশ, মো. সাজ্জাদ হোসেন, সজীব শীল নয়ন, মো. মাসুদ, ইলিয়াস, রাশেদ, ইসা, জুয়েল নাথ, হৃদয়, সাকিব, আজগর, বাপ্পা দে, সোহেল, লাভলু, রাসেল, রহিম, ইমন, সাকিল, রবিন, অন্তু দে প্রমুখ।
চকবাজার থানা ছাত্রলীগ : প্রতিষ্ঠাবার্ষিকীতে চকবাজার থানা ছাত্রলীগের অনুষ্ঠান কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- সাহাবউদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন, আনছারুল হক। মুজিবুর রহমান রাসেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন-নাজিম উদ্দিন, সেলিম রহমান, দেলোয়ার হোসেন ফরহাদ, মুজিব ইমরান বিপ্লব, আমিনুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী রুমকি সেন গুপ্ত। শেষে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ : প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে সিআরবি ক্যাম্পাসে কেক কাটা ও আলোচনা সভা সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন-ইয়াছির আরাফাত। বিশেষ অতিথি ছিলেন-পারভেজ মো. হাবিব। উপস্থিত ছিলেন কামরুল হাসান, সবুজ দাশ, সাদ্দাম হোসেন, ইরফান আলী ফাহিম প্রমুখ।
আলকরণ ওয়ার্ড ছাত্রলীগ : আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা শেষে আলোচনা সভা রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে আব্বাস রানার পরিচালনায় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, তারেক ইমতিয়াজ ইমতু, তারেক নোমান, সফিউল আযম, সৈয়দ মোহাম্মদ আসিফ, কাউন্সিলর প্রার্থী আব্দুস সালাম মাসুম, সাইফুদ্দিন আহম্মেদ, ডা. জাহেদুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, শাহ আলম ইমন, ইয়াসির আরাফাত, মুজিব সরফরাজ নেওয়াজ রবিন, ইস্কান্দার আলম, সোহেল আলম হিরু, দেলোয়ার হোসেন, ফয়সাল বিন মান্নান, মিঠু কুমার শীল, লিটন কুমার শীল, রবিউল হোসেন, আরিফুল হক ফরহাদ প্রমুখ।
পূর্ব নাসিরাবাদ ছাত্রলীগ : পূর্ব নাসিরাবাদ ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহাম্মদ মোহসীনের সভাপতিত্বে ও জাহেদ হোসেন টিটুর পরিচালায় এতে প্রধান অতিথি ছিলেন সিডিএ বোর্ড সদস্য কেবিএম শাহাজাহান। বক্তব্য দেন-কমল বড়ুয়া, জাহাঙ্গীর আলম হিরু, নাসির উদ্দিন।
পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগ : কেক কেটে নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, আবদুল্লাহ আল আহসান হিমেল, সাইফুদ্দিন, মুক্তার হোসেন রাজু, নিশাদ, মুহিদ রাজু, আলমগীর তুহিন প্রমুখ।
পটিয়া উপজেলা ছাত্রলীগ : পটিয়া প্রতিনিধি জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন এবং কেক কেটে দিবসের সূচনা করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় বক্তব্য দেন, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আ.লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, নাজমুল সাকের সিদ্দিকী, আরাফাত শাকিল, বিশু দে, শহিদুল ইসলাম, সোহেল চৌধুরী, রনি দাশ, রাহেদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে নগর ছাত্রলীগের দুই প্রুপের পৃথক কর্মসূচি
পরবর্তী নিবন্ধউখিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন