ইপিজেড এলাকায় মাছের আড়তে আগুন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ১১:৩৫ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড এলাকার আকমল আলী রোডের একটি মাছের আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ৩ জানুয়ারি রাত ১১ টায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬ টি গাড়ির চেষ্টায় রাত পৌণে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া আজাদীকে বলেন, আকমল আলী রোডের সমুদ্র সংলগ্ন এলাকায় জেলেরা সাগর থেকে মাছ এনে আড়তের মত দোকান ঘরে রাখতেন। সেখানে ৫/৬টি মাছের কোল্ড স্টোরেজে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস পৌণে এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মালের ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংক এখন থেকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক
পরবর্তী নিবন্ধনতুন ধারার বিজনেস লাউঞ্জ র‌্যাংকস এফসির