তিন ইটভাটাকে ৬ লাখ ৮০ হাজার জরিমানা

পটিয়া-বোয়ালখালীতে অভিযান

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

পটিয়া ও বোয়ালখালীতে ৩টি ইটভাটাকে ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রবিবার পরিবেশ অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক আফজারু ইসলামের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করেন। ওই সব ইটভাটায় ছিল না পরিবেশগত ছাড়পত্র, জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্স।
এসময় পটিয়ার মেসার্স এএইচ আর ব্রিকসকে ৩ লাখ টাকা, বোয়ালখালীর মেসার্স মহসেন আউলিয়া ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা ও বোয়ালখালীর মেসার্স কর্ণফুলী ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করে। এসময় সময় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও র‌্যাব ও পুলিশের একটি টিম। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপ পরিচালক জমির উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে ট্রাকের ধাক্কায় চবি ছাত্রী আহত
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের নতুন এমডি ও সিইও মুনিরুল মওলা