সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা উঠল

| সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন ঠেকাতে আরোপ করা ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে সৌদি আরব। গতকাল রোববার থেকে সাগর, স্থল ও আকাশপথে ফের দেশটিতে প্রবেশ করা যাবে বলে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) জানিয়েছে। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশে করোনাভাইরাসে নতুন একটি ধরন ছড়িয়ে পড়ার পর গত মাসে এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি। দুই সপ্তাহ পার হওয়ার পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও করোনাভাইরাসজনিত কিছু বিধিনিষেধ বজায় রাখা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন কংগ্রেস নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর
পরবর্তী নিবন্ধল্যারি কিং হাসপাতালে