কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে খাগড়াছড়ি ক্রিকেট একাডেমি এবং ব্রাদার্স ক্রিকেট একাডেমি। গতকাল দিনের প্রথম খেলায় খাগড়াছড়ি ক্রিকেট একাডেমি ৫১ রানে চিটাগাং ইয়ং ট্যালেন্ট ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে খাগড়াছড়ি ক্রিকেট একাডেমি ১৮১ রান সংগ্রহ করে। জবাবে ইয়ং ট্যালেন্ট ক্রিকেট একাডেমি ১৩০ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের ইসমাঈল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এর পরিচালক কামরুল হাসান চৌধুরী।
দিনের অনুষ্ঠিত ২য় খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি ২৪ রানে মিরসরাই ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ব্রাদার্স ক্রিকেট একাডেমি নির্ধারিত ওভারে ১৭২ রান সংগ্রহ করে। জবাবে মিরসরাই ক্রিকেট একাডেমি ১৪৮ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শাহ পরান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন জাতীয় মানবাধিকার ফাউন্ডেশন এর বিভাগীয় পরিচালক জাহেদ গিয়াস উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর চট্টগ্রাম ডিভিশনাল কোচ মুমিনুল হক।