বিশিষ্ট লেখক, নিরাপত্তা বিশ্লেষক ও মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলাম নিজের লিখিত দু’টি বই দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেককে প্রদান করেন। গতকাল রোববার দুপুরে তিনি দৈনিক আজাদী কার্যালয়ে এসে বই দু’টি হস্তান্তর করেন। এই সময় তিনি দৈনিক আজাদী সম্পাদকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। করোনাকাল নিয়ে রচিত ‘বিষাদ সময়’ এবং রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে রচিত ‘রোহিঙ্গা ঃ নিঃসঙ্গ নিপীড়িত জাতিগোষ্ঠী’ বই দুইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। মোহাম্মদ এমদাদুল ইসলাম (মেজর এমদাদ) লেখক হিসেবে নবীন হলেও শুরুতেই বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। অত্যন্ত সাবলীল ভাষা এবং বিষয়ের গভীরে যাওয়ার মুন্সিয়ানায় তিনি লেখক হিসেবে পাঠকের মনযোগ লাভে সমর্থ হয়েছেন।
রাউজানের সুলতানপুর গ্রামে জন্মগ্রহণকারী মেজর (অবঃ) মোহাম্মদ এমদাদুল ইসলাম ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯৯৯ সাল থেকে ২০০২ পর্যন্ত চার বছর কনস্যুলেট প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মিয়ানমারে। ডিজিএফআইতে কর্মরত থাকার সুবাদে পার্বত্য শান্তিচুক্তির সাথে তিনি বেশ ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন।
কর্মজীবনের নানা বিষয়ের পাশাপাশি সামাজিক এবং পারিপার্শ্বিক নানা বিষয়কে উপজীব্য করে তিনি লেখালেখি করছেন। ইতোমধ্যে খরস্নায়ু, শেষ সীমান্তের পর কোথায় যাবো আমরা, রোহিঙ্গা ঃ নিঃসঙ্গ নিপীড়িত জাতিগোষ্ঠী, দূরের পথিক, বিষাদ সময় নামে তার পাঁচটি বই প্রকাশিত হয়েছে।