যন্ত্রণা
মানুষ বোঝে না তন্ত্রমন্ত্র
ভেতরে বাইরে কী-ষড়যন্ত্র
রুদ্ধশ্বাসেই ঊর্ধ্বগতিতে
দু’পায়ে দলছে পথ-
বৃষ্টি ফোঁটাকে অনাহারী লোক
মনে করে শরবত।
চাকরি জোটে না, অন্ন জোটে না
মুখে তাই আজ কথাও ফোটে না
চিন্তায় থাকে সারা দিনমান
দিন তাই পুরো রুক্ষ
কাটে না সময় সহজে এখন
কাটে না কষ্ট-দুঃখ।
করোনার দিন ঘুচে যাক
যন্ত্রণা সব মুছে যাক।