কৌশল নির্ধারণে আ. লীগের ৫৫ কাউন্সিলর প্রার্থীর বৈঠক

চসিক নির্বাচন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

নির্বাচনে দলীয় মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী কৌশল নির্ধারণে গতকাল রাতে আওয়ামী লীগের দলীয় ৫৫ কাউন্সিলর প্রার্থী বৈঠক করেছেন। গতকাল রাতের ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় প্রার্থী নুরুল আবসার মিয়ার বাসভবনে রাত ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠকে উপস্থিত ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জহরলাল হাজারী আজাদীকে বলেন, আমরা আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর প্রার্থীরা নিজেদের মধ্যে যোগাযোগ করে ৯ নম্বর ওর্য়াডের কাউন্সিলর প্রার্থী নুরুল আফসার ভাইয়ের বাসভবনে বসেছিলাম। আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে কাউন্সিলর প্রার্থী হিসাবে যাদের মনোনয়ন দেয়া হয়েছে তাদের বিজয় নিশ্চিত করা এবং মেয়র প্রার্থী রেজাউল করিম ভাইকে নির্বাচিত করার ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমাদের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। তাই যেসব ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী রযেছে সেসব ওয়ার্ডে দলীয় প্রার্থীরা কিভাবে বিজয়ী হতে পারেন তার কৌশল নির্ধারণ করে আমরা মহানগর আওয়ামী লীগকে জানাবো। মহানগর আওয়ামী লীগকে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলবো।
বৈঠকে উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ডের দলীয় কাউন্সিলর প্রার্থী আব্দুস সবুর লিটন, ৩২ নং ওয়ার্ডের জহরলাল হাজারী, ২৭ নং ওয়ার্ডের শেখ জাফরুল হায়দার চৌধুরী, ৪০ নং ওয়ার্ডের আব্দুল বারেক, ৪১ নং ওয়ার্ডের সালেহ আহমেদ, ১৬ নং ওয়ার্ডের সৈয়দ গোলাম হায়দার মিন্টু, ১ নং ওয়ার্ডের গাজী শফিউল আজিম, ১০ নং ওয়ার্ডের ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ৭ নং ওয়ার্ডের মোবারক আলী, ৪ নং ওয়ার্ডের কাজী নুরুল আমিন মামুন, ২ নং ওয়ার্ডের হাজী মোঃ ইব্রাহিম ১২ নং ওয়ার্ডের মোঃ নুরুল আমিন, ১১ নং ওয়ার্ডের অধ্যাপক মোঃ ইসমাইল, ৩১ নং ওয়ার্ডের আব্দুস সালাম মাসুদ, ৩ নং ওয়ার্ডের কফিল উদ্দিন খান, ৩৩ নং ওয়ার্ডের মোঃ সালাউদ্দিন, ৩৬ নং ওয়ার্ডের হাজী নুরুল হক, ১৯নং ওয়ার্ডের মোঃ নুরুল আলম, ৩০ নং ওয়ার্ডের মোহাম্মদ আতাউল্লাহ, ৩৪ নং ওয়ার্ডের পুলক খাস্তগীর, ২৯ নং ওয়ার্ডের গোলাম মোহাম্মদ জোবায়ের, ২৬ নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেন, ১৩ নং ওয়ার্ডের মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী, ৯ নং ওয়ার্ডের নুরুল আবসার মিয়া। সংরক্ষিত ওয়ার্ডের নিলু নাগ, তসলিমা বেগম নুরজাহান, রুমকি সেনগুপ্ত, হুরে আরা বেগম বিউটি, লুৎফুন্নেসা দোভাষ বেবি, জোহরা বেগম, জিন্নাত আরা বেগম, আঞ্জুমান আরা, শাহীন আরা রোজী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ থেকে ১২ টি ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে। আগামী ২৭ ডিসেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসুপ্রিম কোর্টে মীর নাছিরের জামিন
পরবর্তী নিবন্ধ৭৩ বছরে ছাত্রলীগ