বান্দরবানে পণ্যবোঝাই নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় ট্রাকের চালকসহ আরও ২ জন আহত হয়েছে।
আজ রবিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান কেরানীহাট সড়কের আমতলী পাড়া এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলে একজন এবং গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামে নেয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে শিশুসহ আরও ২ জন। নিহতরা হলেন নাজমা বেগম (৫৪), লাবণ্য (৪) এবং মুনতাহা (১১)।
এ ঘটনায় চালকসহ আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ট্রাকের চালক লিয়াকতের নাম পাওয়া গেছে। অপরজনের নাম জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয় চারজনকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, ট্রাক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলে, আর শিশু দু’জন চট্টগ্রামে হাসপাতালে নেয়ার পর মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।