অধ্যাপক খালেদ ও স্থপতি তসলিম উদ্দীনের কীর্তি কখনও হারাবে না

ইসলামিক ফ্রন্টের স্মরণসভায় আল্লামা জুবাইর

| রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১১:৪৬ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদনীন জুবাইর বলেছেন, সাংবাদিকতা জগতের প্রবাদপুরুষ অধ্যাপক মুহাম্মদ খালেদ ও স্থপতি তসলিম উদ্দীন চৌধুরী ছিলেন দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। যাদের অনন্যকীর্তি কখনও কালের গর্ভে হারিয়ে যাবার নয়।
ইসলামি ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল শনিবার অধ্যাপক খালেদ ও স্থপতি তসলিম উদ্দীন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমিতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে দোয়া মাহফিলে উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান ও স ম হাসেদ হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা সালেহ আহমদ আনসারী, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, অধ্যক্ষ এম ইব্রাহীম আনসারী, আবদুর রহমান মান্না, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ, এসএম আবদুল করিম তারেক, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, শাহেদ আলী, লায়ন ইমরান, হাফেজ আবু তাহের, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা আবদুর রহিম তৈয়বী, ডা. হাসমত আলী তাহেরী, এম মহিউদ্দিন তাহেরী, মাওলানা লেয়াকত আলী, হাফেজ মাওলানা আবু তাহের, শাহাজাদা মঈনউদ্দিন মঞ্জরী, মাওলানা আনছারুল্লাহ মুনিরী, মাওলানা মোরশেদুল ইসলাম, মাওলানা মাওলানা এইচএম আনোয়ারুল ইসলাম খান, দিদারুল আলম সুন্নী দিদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবই উৎসব পৃথিবীতে বিরল দৃষ্টান্ত
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আগুনে পুড়ল ৬ বসতঘর