শান্তি ও সম্প্রীতি বিনির্মাণে আন্তঃধর্মীয় সংলাপ জরুরি

কক্সবাজারে সেমিনারে বক্তারা

| রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১১:৪১ পূর্বাহ্ণ

‘প্রতিটি ধর্মই শান্তি আর সম্প্রীতির কথা বলে। মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার বাণী দৃঢ়ভাবে উচ্চারিত হয়েছে প্রতিটি ধর্মে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধর্মকে ব্যবহার করে সমাজের আন্তঃধর্মীয় সংঘাতকে উসকে দেওয়া হয়। এতে সামাজিক সম্প্রীতি নষ্ট হয় এবং শান্তি বিঘ্নিত হয়। সম্প্রীতির বাংলাদেশে এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। সমাজে শান্তি ও সম্প্রীতি বিনির্মাণে তাই আন্তঃধর্মীয় সংলাপ জরুরি ও গুরুত্বপূর্ণ।’ কক্সবাজার জেলা পরিষদ কন্সফারেন্স হল, হোটেল সিলভার সাইন এবং কক্সবাজার প্রেসক্লাব হলে ২৯-৩০ ডিসেম্বর দু’দিনব্যাপী অনুষ্ঠিত তিনটি সেমিনারে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন বক্তারা। ইউরোপিয়ান ইউনিয়ন, দি নেটওয়ার্ক ফর রিলিজিনসহ কয়েকটি দাতা সংস্থার পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দি নেটওয়ার্ক ফর রেলিজিয়ন ও ট্র্যাডিশনাল পিসমেকার্স এর ফেলো উজ্জ্বল কান্তি দেবের সভাপতিত্বে ‘সম্প্রীতি বন্ধনে আন্তঃধর্মীয় সংলাপ’ শীর্ষক প্রথম সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কঙবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী। সেমিনারসমূহে রিসোর্সপার্সন হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর মো. জসিম উদ্দিন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মনজুরুল আলম এবং চবি দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও দি নেটওয়ার্ক ফর রেলিজিয়ন ও ট্র্যাডিশনাল পিসমেকার্স এর ফেলো মাছুম আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা পেলেন চকরিয়া-পেকুয়ার আরো ২৮ ব্যক্তি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় এক রাতে ৭ গরু চুরি