বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের কাথরিয়া বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় দোকানের ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকা সৈয়দ আহমদ বাদশা (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধ অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তা বাবুল আবছারের মুদির দোকান ও ফার্নিচারের দোকান, আজিজ আহমদের ফার্নিচারের দোকান, নুরুল আবছারের ফার্নিচারের দোকান, ছাবের আহমদের কুলিং কর্নার ও এয়াকুব নবীর গাড়ির পার্টসের দোকানের মালামাল পুড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই ৬ দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়। এ সময় দোকানের ভিতরে থাকা কাথরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাইমাঝি পাড়া এলাকার সৈয়দ আহমদ বাদশা নামে এক বৃদ্ধ অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় তিনি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করেন। এছাড়া পরিবারটিকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকেও ১০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।