রাঙামাটিতে শীতার্ত মানুষের পাশে স্বজন সম্মিলন পরিষদ

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৬:৩৪ অপরাহ্ণ

সারাদেশে এ বছর শীত জেঁকে বসেছে। পাহাড়ে এবার শীত অনুভূত হচ্ছে বেশি। কষ্ট বেড়েছে শ্রমজীবী দরিদ্র মানুয়ের। কনকনে ঠাণ্ডায় দুর্ভোগে অসহায় নিম্নআয়ের মানুষ।
শীত নিবারণের জন্য নানা চেষ্টায় খেটে খাওয়া মানুষেরা এক টুকরো গরম কাপড়ের আশায় প্রহর গুনছেন।
শীতার্ত সেসব মানুষের কথা চিন্তা করে এগিয়ে এসেছেন এসএসসি ’৮৯ ব্যাচের স্বজন সম্নিলন পরিষদের বন্ধুরা।
স্বজন সম্মিলন পরিষদের সভাপতি ও সমাজসেবক রাজনীতিবিদ আবু সৈয়দ পরিষদের বন্ধুদের নিয়ে রাতের বেলায় ছুটে গেছেন রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায়। নতুন বছররে প্রথম দিনেই শহরেন নিম্নআয়ের মানুষদের হাতে তুলে দেন শীতের কম্বল।
এসময় তার সঙ্গে ছিলেন স্বজন সম্নিলন পরিষদের বন্ধু সদস্যরা।
আবু সৈয়দ বলেন, “শীতে স্বল্প আয়ের মানুষদের বেশি কষ্ট হয়। তাদের ঘরে শীতবস্ত্র বা কম্বল পর্যাপ্ত থাকে না। শহরে অনেক শীতার্ত মানুষ রয়েছেন। তাদের কষ্ট আমাদের ব্যথিত করে। তাই স্বজন সম্নিলন পরিষদ থেকে বন্ধুরা মিলে কম্বল নিয়ে ছুটে গিয়েছিলাম। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। সবাই যার যার সাধ্যমতো শীতার্ত মানুষরে পাশে দাঁড়ালে অসহায় মানুষগুলো দুর্ভোগ থেকে রক্ষা পাবে।”

পূর্ববর্তী নিবন্ধঅসুস্থ হয়ে মওদুদ হাসপাতালে
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন