শোষণের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে ছাত্র ইউনিয়ন

সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবসে বক্তারা

| শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস ছিল গতকাল। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের নেতৃবৃন্দ।
ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি অ্যানি সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক টিকলু দে, অয়ন সেনগুপ্ত, এসএম নাবিল প্রমুখ। বক্তারা বলেন, যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মতিউল ইসলাম ও মির্জা কাদেরুল ইসলাম শহীদ হন, বর্তমানে সরকার সেই মার্কিন সাম্রাজ্যবাদেরই তাবেদারি করছে। বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামের জনগণের উপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। ভিয়েতনামের জনগণের মুক্তির সংগ্রামে সংহতি জানাতে গিয়ে সেদিন শহীদ হন ছাত্র ইউনিয়ন নেতা মতিউল ইসলাম ও মির্জা কাদের। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন দ্ব্যর্থহীনভাবে লড়বে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি কর্মীদের ভিসায় নিষেধাজ্ঞা বাড়ালেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধশেখ ফজলুল হক মনি দল চ্যাম্পিয়ন