অসহায় মানুষের সেবার মাধ্যমে সমাজ পরিবর্তনই উত্তম কাজ

প্রগ্রেসিভ ট্রাস্টের অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান

| শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ অসহায় দুঃস্থ মানুষের সেবার মাধ্যমে সমাজ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের ২২তম শিক্ষাবৃত্তি-সনদ বিতরণ ও আজীবন সদস্যের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের চেয়ারম্যান ইসকান্দর আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ট্রাস্টের নির্বাহী পরিচালক সিরাজুল করিম মানিক ও শিক্ষাবৃত্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক হারুন-উর-রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিটাগাং লায়ন্স ফাউন্ডেশনের (সিএলএফ) নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী, লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী। আরো বক্তব্য রাখেন ডা. শাহানা বেগম, হারুন শেঠ, প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, জাহাঙ্গীর আলম, মাহতাব উদ্দিন ও অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ও মহানগরের ৪১টি কলেজ, মাদরাসা, উচ্চ মাধ্যমিক শ্রেণির ৬০জন শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি সনদ বিতরণ করা হয়। এছাড়াও ট্রাস্টের উপদেষ্টা লায়ন নাদের খান, লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী, নাছির উদ্দিন চৌধুরী, দাতা সদস্য মুজিবুর রহমান, মহসিন চৌধুরী, প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী ও মোহাম্মদ ইব্রাহীমকে সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশে সড়কে গ্যাস সিলিন্ডার রাখার দায়ে চসিকের জরিমানা
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৩৭তম বোর্ড সভা