পুরো ২০২০ সালটিতে মানুষ করোনাকে নিয়েই পথ চলেছিল। পৃথিবীর অমোঘ নিয়মেই কালের গর্ভে হারিয়ে গেলো ২০২০ সাল আর মানুষ নতুন সাল ২০২১ -কে বরণ করে নিয়েছে সাদরে। তবে এই নতুন বছরটির কাছে মানুষের প্রত্যাশা অনেক। খুব সম্ভবত পৃথিবীর মানুষ এভাবে একটি বছর দ্রুত চলে যাক এবং আরেকটি নতুন বছর দ্রুত আসুক কেউ কখনও ভাবেনি। ইতিমধ্যে অবশ্য করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হয়ে মানুষের শরীরে প্রয়োগ শুরু হওয়ায় নতুন বছরে মানুষের মনে নতুন আশার আলোর জন্ম দিয়েছে। যদিও নতুন আবিষ্কৃত টিকা পৃথিবীর সব মানুষের হাতের নাগালে আসতে আসতে বেশকিছু সময় লেগে যেতে পারে তবুও ২০২১ সাল হোক করোনামুক্ত পৃথিবী এমনটাই প্রত্যাশা করছে মানুষ। বিগত বছরের সবগ্লানি, দুঃখ-ব্যথা ভুলে মানুষ নতুন বছরে আবার নতুন করে স্বপ্ন নিয়ে পথ চলবে এমন প্রত্যাশা সবার।