কালুরঘাটে পেডিং কারখানায় আগুন

সিগারেট থেকে পাহাড়তলীতে পুড়েছে ১৫ বসতঘর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

নগরীর কালুরঘাট ভারী শিল্প এলাকায় কাদের পেডিং নামের একটি জুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টায় আগুন লাগার ঘটনাটি ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে কারখানাটি রক্ষা পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করতে পারেনি, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূইয়া। রাত সোয়া ১২টায় এ প্রতিবেদন লেখার সময় আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। উপ সহকারী পরিচালক তৌফিক বলেন, ‘রাত ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার খবরে আগ্রাবাদ, চন্দনপুরা ও কালুরঘাট ফায়ার স্টেশনের ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এটি জুট রিসাইকেল কারখানা। কারখানাটিতে জুট কাপড় দিয়ে ম্যাট্রেস, ফোম, পেডিং সামগ্রী উৎপাদন করা হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানা যায়নি। আমরা কারখানা কর্তৃপক্ষসহ প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। কারখানার মধ্যে কেউ আটকেও নেই। কোনো আহত নেই।’
অন্যদিকে নগরীর পাহাড়তলীতে আগুনে পুড়েছে ১৫টি কাঁচা বসতঘর। গত বুধবার দিবাগত রাত তিনটায় পাহাড়তলী থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ৭ নম্বর মেয়র রোডের মো. ইলাহীর কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূইয়া বলেন, পাহাড়তলী বসুন্ধরা আবাসিকের মেয়র রোডে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুইটি গাড়ি গিয়ে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১৫টি কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ঝরনায় ডুবে ২ পর্যটকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসব বিভীষিকা উড়ে যাক