সীতাকুণ্ডের ভাটিয়ারীতে জসিম উদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী জসিম উদ্দিন নগরীর পতেঙ্গা সীবিচের চরপাড়া মোড় এলাকার মৃত নেকবর আলীর পুত্র। পুলিশ জানায়, বিকেলে আগ্রাবাদের মোঘলটুলী থেকে ভাটিয়ারীতে যান ওই ব্যবসায়ী। এ সময় তার সঙ্গে রমজান আলী নামে এক মিস্ত্রি ছিলেন। জানা গেছে, ভাটিয়ারী এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক জসিম উদ্দিন ও রমজান আলীকে একটি কালো রঙের মাইক্রোতে তুলে নিয়ে যায়। পরে ওইদিনই রাত পৌনে ১২টার দিকে উপজেলার বার আউলিয়ার হাফিজ জুট মিলস সংলগ্ন এলাকায় তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই জাহাঙ্গীর তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন। ব্যবসায়ী জসিম উদ্দিনের পুত্র ইসলাম শাহরিয়ার বলেন, আমার বাবা ইলেকট্রিকের মেশিন কিনতে ভাটিয়ারীতে যান। বিকাল ৪টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতে এক পুলিশ সদস্য ফোন করে জানান, আমার বাবা রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তিনি আমাকে হাসপাতালে যেতে বলেন।