চন্দনাইশে মাটি কাটায় লাখ টাকা জরিমানা স্কেভেটর-ডাম্পার জব্দ

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর, ২০২০ at ৭:০৮ পূর্বাহ্ণ

চন্দনাইশে জমির মাটি কাটার সময় অভিযান চালিয়ে ১টি স্কেভেটর ও ২টি ডাম্পার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার দুপুরে উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইউএনও ইমতিয়াজ হোসেন। ইউএনও জানান, মাটি কাটায় জড়িতরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে গতকাল বুধবার তারা ভ্রাম্যমাণ আদালতে হাজির হন। এ সময় তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় এসিল্যান্ড নিবেদিতা চাকমা, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনকে প্রহসনে পরিণত করেছে সরকার : শামীম
পরবর্তী নিবন্ধ১৭শ জনের দাফন-কাফন ও সৎকার করেছে গাউসিয়া কমিটি