চন্দনাইশে অবৈধভাবে জমির মাটি কাটার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি স্কেভেটর ও ২টি ডাম্পার জব্দ করে।
এসময় স্কেভেটরটি বিকল করা হয় এবং ডাম্পার ২টি জব্দ করা হয়। মাটি কাটায় জড়িতদের ১ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
জানা যায়, মোহাম্মদপুর এলাকায় অবৈধভাবে জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে অন্যত্র পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এসময় ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দু’টি ডাম্পার আটক করা হয়।
অভিযানের সময় মাটি কাটায় নিয়োজিতরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
এসময় মাটি কাটায় ব্যবহৃত স্কেভেটরটির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট করে স্কেভেটরটি বিকল করে দেয়া হয় এবং ডাম্পার ২টি জব্দ করা হয়।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) অবৈধভাবে মাটি কাটায় জড়িতরা ভ্রাম্যমাণ আদালতে হাজির হলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে আদালত তাদের ১ লাখ টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা, জোয়ায়া ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন উপস্থিত ছিলেন।
অবৈধভাবে জমির মাটি কাটায় জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন।