আঞ্জুমানে আশেকানে মদিনার উদ্যোগে মিলাদ মাহফিল গত ২৭ ডিসেম্বর চকবাজার জয়নগর ২ নং গলির বাগদাদিয়া খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাহ মোহাম্মদ আব্দুল হালিম আল মাদানী। ইমান, আকিদা ঠিক রেখে আউলিয়া কেরামের পদাঙ্ক অনুসরণের আহ্বান জানান তিনি। মাহফিলে বক্তব্য দেন মদিনার আলোর সহসম্পাদক মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন গোলাম রব্বানী, মোহাম্মদ মনির হোসেন, নূর উদ্দিন, তারেক শাহ, আরিফ শাহ ও মোহাম্মদ ইসহাক। প্রেস বিজ্ঞপ্তি।












