বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

আজাদী ডেস্ক | বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:৪০ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
খাগড়াছড়ি জেলা প্রশাসন
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার দীঘিনালার সীমানা পাড়া বিদ্যালয় মাঠে তৈদুপাড়া, ঝরনাপাড়া, মিলন কার্বারি, সীমানা পাড়া, রথীচন্দ্র কার্বারি পাড়া এলাকার হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এসময় প্রায় ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পৌষের কনকনে শীতে কম্বল পেয়ে খুশি দরিদ্র মানুষ। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, পার্বত্য এলাকায় শীতের প্রকোপ বেশি। প্রতিবছরই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এবছর প্রথম পর্যায়ে পুরো জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে ১৮ হাজার ৫শ’ কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়েক্রমে আরো কম্বল বিতরণ করা হবে। এ সময় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ উল্ল্যাহ, স্থানীয় কার্বারি ও ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
সেন্ট্রাল বয়েজ অব রাউজান
রাউজান প্রতিনিধি জানান, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের উদ্যোগে রাউজান পৌর এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর সংগঠনের সূর্যসেন চত্তরের কার্যালয় থেকে এসব কম্বল বিতরণ করা হয়। সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইরফান আহমেদ চৌধুরী। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মীর আসলাম, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাংবাদিক জাহেদুল আলম, প্রদীপ শীল, সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, শাহরিয়ার হাসান সাকিব, আবু বক্কর আরফাত, মো. মিজানুর রহমান, আরফানুল ইসলাম আবির, কাজী শিহাব, আরফান গণি ফাহিম, অনিক ভট্টাচার্য, মো. জুয়েল প্রমুখ।
তারুণ্যের প্রতীক
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুণ্যের প্রতীকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম তাওসীফের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হোসাইনের সঞ্চালনায় নগরীর পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল হোসাইন, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, এডভোকেট নূরজাহান, গোলাম কাদের হেলাল, মোবারক আলী প্রমুখ। বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মাসুম, তৌহিদুল আলম, আহসান উল্লাহ খান সাকিব, ইফতেখার রাফি, সাইমুন ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধকর্মচারীদের বিপিসির আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধআঞ্জুমানে আশেকানে মদিনায় মিলাদ মাহফিল