কর্মচারীদের বিপিসির আর্থিক অনুদান

| বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:৪০ পূর্বাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে সংস্থার ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারীদের পরিবারের মাঝে শীতবস্ত্র বাবদ আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় বিপিসির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) মো. আবু বকর ছিদ্দীক এই অনুদানের চেক প্রদানের মাধ্যমে আর্থিক সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সংস্থার সকল পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় কর্পোরেশনের চেয়ারম্যান আবু বকর ছিদ্দীক বলেন, বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মুজিববর্ষ উদযাপনের জন্য প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে আহ্বান জানিয়েছেন। একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান চিরভাস্বর। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অন্যান্য কার্যক্রমের সাথে এ কার্যক্রম গ্রহণ করেছে। এ ধরনের কর্মসূচি বিপিসির কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘কর্মে বেঁচে থাকবেন সিরাজুল ইসলাম চৌধুরী’
পরবর্তী নিবন্ধবিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান