লোহাগাড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:৩১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় এক ফার্নিচার ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী তারেক সিকদার পাড়া সড়কে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মো. এহেছান (২৪)। তিনি একই ইউনিয়নের রাজা মিয়া পাড়ার ব্যবসায়ী মো. ইউসুফের পুত্র। স্থানীয় ইউপি সদস্য আবদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, ব্যবসায়ী ফার্নিচার বিক্রির টাকা নিয়ে বাঁশখালী থেকে প্রথমে নিজ বাড়িতে যান। পরে আধুনগর খাঁন হাটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাবার পথে একদল দুর্বৃত্ত গতিরোধ করে বুকে ও পায়ে ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ছুরিকাঘাত করে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরণাঙ্গনে শহীদ চার কিশোর যোদ্ধা
পরবর্তী নিবন্ধছেমন আরা বেগম