উচ্চকিত হাতের উপর আঙুল ছিল খাঁড়া
সেই আঙুলে শক্রুসেনা খেয়েছিল তাড়া।
বানের মতো বাঁধন ছিঁড়ে জাগলো গোটা দেশ
চুপটি করে রইব কেনো? সইব না আর ক্লেশ।
শুরু হলো জীবন-মরণ লড়াই
দিনে দিনে গরম হলো কড়াই
যুদ্ধে নেমে বীরবাঙালি রক্ত দিলো ঢেলে
দেশের জন্য মা দিয়েছে নাড়ীছেঁড়া ছেলে।
নয়টি মাসের যুদ্ধ শেষে এলো স্বাধীনতা
শ্রদ্ধাভরে স্মরণ করি বীরবাঙালির কথা।
কোন সে নেতার বজ্রকণ্ঠ আজও কাঁপায় প্রাণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।








