ডিসেম্বরের ষোলো তারিখ খোকা আসে ফিরে
বীরের বেশে যায় যে ছুটে মায়ের ছোট নীড়ে।
আঁধার ফুঁড়ে ফোটে আলো দরজায় পড়ে টোকা
‘খোলো না মা দুয়ারখানি আমি তোমার খোকা’।
খোকার কন্ঠ নেয় যে কেড়ে মায়ের চোখের ঘুম
দরজা খুলে খোকার গালে দেয় যে স্নেহের চুম।
মায়ের চরন ধূলি নিয়ে খোকা মাখে মাথায়
পূর্বাকাশে সূর্য হাসে বীরের গৌরব গাঁথায়।
হাওয়ায় ভাসে সুখ আবেশে জয় বাংলার সুর
‘আমার সোনার বাংলা’ আহা! কী যে মধুর।
জয়ের সুখে হাসি মুখে মাতে যুবা কিষান
উর্ধ্বাকাশে পতপত ওড়ে সবুজ লালের নিশান।