স্বাধীনতা। আমার কাছে
মুক্ত স্বাধীন হাওয়া
মনের খেয়াল খুশি মতো
এদিক ওদিক যাওয়া।
পাহাড় চূড়া গহীন বনে
যেতে আমি পারি
সাগর নদী ছাড়িয়ে গড়ি
মেঘের দেশে বাড়ি।
নেইতো শাসন নেইতো বারণ
মুক্ত স্বাধীন পাখি
স্বাধীনতার সুখ পাখিটি
করছে ডাকাডাকি।
যাদের ত্যাগে আজকে পেলাম
দেশের স্বাধীনতা
সালাম তাদের বীর সেনানী
বলবো তাদের কথা।