শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটের ফাইনালে শেখ ফজলুল হক মনি দল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:০৪ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে শেখ ফজলুল হক মনি-উদীয়মান ক্রিকেট একাডেমি। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় শেখ ফজলুল হক মনি-উদীয়মান ক্রিকেট একাডেমি ৫১ রানে কর্ণেল জামিল উদ্দিন-কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে হেরে শেখ ফজলুল হক মনি-উদীয়মান ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১৫০ রান সংগ্রহ করে। জবাবে কর্ণেল জামিল উদ্দিন-কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট একাডেমি ১৬.৪ ওভার ব্যাট করে ৯৯ রানে সব উইকেট হারায়। বিজয়ী দলের খেলোয়াড় তানভিরুল ইসলাম ২৮ রান এবং হ্যাট্রিকসহ ৪টি উইকেট লাভ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস এর সহ-সভাপতি এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল)।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধঈছা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেটের সেমিফাইনালে হাটহাজারী আলোকন সংঘ