কিছু নেতার আশ্রয়-প্রশ্রয়ে দলের ভেতরে বহিরাগত ঢুকে পড়েছে

উত্তর পাহাড়তলীতে শোক সভায় নাছির ।। করোনায় নগরীতে আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মী মারা গেছেন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৫১ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের অনেক কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। কোন কোন কমিটির মেয়াদ ১০/১২ বছর আগেই শেষ হয়ে গেছে। এর ফলে পরীক্ষিত নেতা-কর্মীদের পদায়ন হচ্ছে না। তাই তাদের মধ্যে হতাশা কাজ করছে। কিছু সিনিয়র নেতার আশ্রয়-প্রশ্রয়ে দলের ভেতরে বহিরাগত ও অবাঞ্ছিত লোকজন ঢুকে পড়েছে। এরা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এদের সনাক্ত করে বহিষ্কার করতে হবে, এমনকি যারা কুমতলবের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তাদেরকেও সাংগঠনিক শাস্তির আওতায় আনার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হবে। গতকাল সোমবার ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর অফিস সম্মুখ চত্বরে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক এস আলমগীরের শোক সভায় এসব কথা বলেন। তিনি বলেন, করোনাকালে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায় থেকে ৬৪ জন আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেছেন। এরা দলের সম্পদ ছিলেন। ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই শোক সভায় কাজী আলতাফ হোসেনের সভাপতিত্বে ও জহুরুল আলম জসিম ও এরশাদ মামুনের যৌথ সঞ্চালনায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, দল এক যুগেরও সময়ের কাছাকাছি ক্ষমতায় থাকায় অনেক সুযোগ সন্ধানী বহিরাগত ঢুকে পড়ায় পরীক্ষিত, ত্যাগী ও দুঃসময়ের নেতাকর্মী কোণঠাসা হয়ে যাচ্ছেন। শোক সভায় বিশেষ অতিথি ছিলেন-মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ, মোরশেদ আক্তার চৌধুরী, সুলতান আহমেদ চৌধুরী, নিয়াজ আহমেদ, মোজাফফর আহমেদ মাসুম, মোহাম্মদ জাহিদ, ফয়েজ আহমেদ, ইকবাল চৌধুরী, ওহিদুল আমিন, মুজিবুর রহমান শরীফ, ইলিয়াস খান, মরহুমের সন্তান মোহাম্মদ লোটাস, জিয়াউদ্দীন রুবেল, আবুল হাসনাত সৈকত, আবু সুফিয়ান, বেলাল উদ্দীন জুয়েল, আনোয়ারুল আজিম প্রমুখ।
সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন শেখ আহম্মদ।

পূর্ববর্তী নিবন্ধমামদুদুর রশীদ এনসিসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী
পরবর্তী নিবন্ধপোর্ট কানেক্টিং রোডে অবৈধ পার্কিং, ২০ জনকে জরিমানা