ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, আসন্ন চসিক নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। তথাপিও এ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোনপ্রকার আগ্রহ ও উচ্ছাস পরিলক্ষিত হচ্ছে না। যা ভবিষ্যৎ জাতীয় রাজনীতির জন্য এক অশনি সংকেত। তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশমান ধারা অব্যাহত রাখা না গেলে কোনপ্রকার উন্নয়নই জনসহায়ক হতে পারে না। আসন্ন নির্বাচনকে নিরঙ্কুশ গ্রহণযোগ্য করার উদ্যোগ নিয়ে স্বচ্ছতার প্রমাণ দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল সোমবার দামপাড়া ইমাম ম্যানসনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এম মহিউল আলম চৌধুরী, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, হাজী আলম রাজু, আলহাজ্ব এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডা. হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দীন তাহেরী, আলহাজ্ব মাসুদ করিম চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ দিদারুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।