আইএফআইসি ব্যাংকের চকরিয়া ও কেরানীহাট শাখা উদ্বোধন

| মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৩৩ পূর্বাহ্ণ

আইএফআইসি ব্যাংকের ১৫৩ ও ১৫৪ তম শাখা হিসেবে চকরিয়া ও কেরানীহাট শাখা উদ্বোধন করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের আধুনিক ও সাশ্রয়ী সেবা গ্রাহকদের কাছাকাছি পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন এ শাখা দুটির যাত্রা শুরু হলো।
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আইএফআইসি ব্যাংক চকরিয়া শাখার উদ্বোধন করেন জাফর আলম এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন আইএফআইসি আগ্রাবাদ শাখার ম্যানেজার ইকবাল পারভেজ চৌধুরীসহ ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ। এরই ধারাবহিকতায় আইএফআইসি ব্যাংকের কেরানীহাট শাখার উদ্বোধন করেন আগ্রাবাদ ব্যাংকের ম্যানেজার ইকবাল পারভেজ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমিরবাগে সিপিডিএলের আরো একটি নতুন প্রকল্প
পরবর্তী নিবন্ধইম্পেরিয়াল সিটি প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতি