বিজয় কাপ হকিতে নাসিরাবাদ ইয়ংসের জয়

| সোমবার , ২৮ ডিসেম্বর, ২০২০ at ৯:৩৪ পূর্বাহ্ণ

হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকির একমাত্র খেলায় নাসিরাবাদ ইয়ংস ৩-১ গোলে পদাতিক ক্লাবকে পরাজিত করে। গতকাল মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিজয়ী দলের পক্ষে সাজ্জাদ ২টি, রোহান ১টি গোল করে। অধিনায়ক নিলেশ ১টি গোল করে পরিশোধ করে পদাতিক ক্লাবের পক্ষে। খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় মুহাম্মদ সাজ্জাদকে ক্রেস্ট প্রদান করেন জেলার সাবেক কৃতি হকি খেলোয়াড় আনিসুর রহমান মিরাজ।

পূর্ববর্তী নিবন্ধইস্পাহানি এবং সিপিএ স্পোর্টস কমপ্লেক্স জয়ী
পরবর্তী নিবন্ধঈছা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেটের ফলাফল