নানাবিধ মানুষের নানাবিধ রূপ কৌশল

মোহাম্মদ তারেক | সোমবার , ২৮ ডিসেম্বর, ২০২০ at ৯:১০ পূর্বাহ্ণ

অঙিজেন নিজে জ্বলে না। কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। আগুনের বৈশিষ্ট্য ভিন্ন। আগুন নিজে জ্বলে অন্যকেও জ্বালায়। চোখের জলে কেউ নিজে ভিজে অন্যকে ভেজায়। আবার চোখের জলে কেউ নিজে ভিজে অন্যকে পোড়ায়। নানাবিধ মানুষের নানাবিধ রূপ কৌশল। ভিন্নমাত্রার অনুভূতি। দয়ায় ভিন্নতা -উদারতায় ভিন্নতা -কৃপণতায় ভিন্নতা। কৌশল অবলম্বনে ভণ্ডামি এবং শঠতায়ও ভিন্নতা রয়েছে। অপ্রাচুর্য মনের কত ঢং। রং এর কত বিকৃতি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপারস্পরিক ভালোবাসায় সুন্দর পরিবার গড়ব