পটিয়ার ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন ছাত্রলীগ নেতার

মুজিব বর্ষ

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ১০:১৮ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষে পটিয়ার ১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী জহির ও পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আহমেদ কবির চৌধুরী। উপজেলার হুলাইন সালেহ নূর ডিগ্রী কলেজ, ধলঘাট স্কুল এন্ড কলেজ, মোজাফরাবাদ কলেজ, খলিল মীর ডিগ্রী কলেজ, শোভনদন্ডী ডিগ্রী কলেজ, লাখেরা উচ্চ বিদ্যালয়, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়, চরকানাই উচ্চ বিদ্যালয়, আরফা করিম উচ্চ বিদ্যালয়, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয, কেলিশহর উচ্চ বিদ্যালয়, রতনপুর উচ্চ বিদ্যালয়, কুসুমপুরা উচ্চ বিদ্যালয়, বাড়ৈকোড়া উচ্চ বিদ্যালয়, হাইদগাঁও উচ্চ বিদ্যালয় ও করল বালিকা উচ্চ বিদ্যালয় সহ ১৬ টি প্রতিষ্ঠানে ম্যুরাল স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জহির বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও উগ্র মৌলবাদী মহল ধর্মের নামে বঙ্গবন্ধুর ভাস্কর্য/ প্রতিকৃতির বিরোধিতা শুরু করেছে। তাদের এই অপচেষ্টার বিরুদ্ধে আমাদের পরিবারের পক্ষ থেকে এটি ক্ষুদ্র প্রয়াস। নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে জানুক, বঙ্গবন্ধুকে ভালোবাসুক সেই উদ্দেশ্যেই আমরা বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমরা হুইপের পরামর্শ মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা পর্ষদের সাথে কথা বলে ম্যুরাল স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাহায্যের আবেদন
পরবর্তী নিবন্ধলায়ন বাবুল কান্তি লালা প্রাণহরি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত