চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আল্লামা রুমি সোসাইটির পক্ষ থেকে পিপিই দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে সোসাইটির কেন্দ্রীয় সদস্য ও এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার হাসপাতাল পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন এস এম মোর্শেদ হোসেনের কাছে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় লায়ন এস এম মোর্শেদ হোসেন বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত ফ্রন্টলাইনারদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনা চিকিৎসাসহ সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবায় সর্বদা কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের লজিস্টিকস এন্ড ট্রাভেলস ম্যানেজার শেখ ইমরান হোসেন, চবি রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।