ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
গত শুক্রবার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নবান্ধব সরকার। এসময় তিনি ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবন নির্মাণে ১ কোটি ৩৫ লক্ষ টাকা, পূর্ব ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণে ৮৪ লক্ষ টাকা, দবির উদ্দিন মুন্সি সড়কে ব্রিজ নির্মাণে ২৭ লক্ষ টাকা, গাজী পাড়া ঈদগাঁ সড়কে ২৩ লক্ষ বরাদ্দ দেয়া হয়েছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনুছ গণি চৌধুরী, মঞ্জুরুল আলম চৌধুরী, এড. মো. শামীম, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সাইদা আলম, এমপির ব্যক্তিগত সহকারী অফিসার সৈয়দ মঞ্জুরুল আলম, এম তৌফিক, মো. হাসান, মোহাম্মদ কফিল উদ্দিন, হাসান লিটন, এরশাদ হোসেন, শাহেদুল আলম শিবলু, জাহাঙ্গীর আলম, এরশাদ হোসেন শাদী, টিপু সুলতান, ইকবাল হোসেন, মো. ফেরদৌস, রাসেল মনি, জাহাঙ্গীর আলম মাস্টার, আলমগীর হোসেন, সালাউদ্দিন খোরশেদ, আবুল কালাম আজাদ, পূর্ব ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চিনু পাল, মেহেরনেগা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ হারুণ, প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাশেদুল আলম সুমন, ইউসুফ মাস্টার, ওসমান হায়দার চৌধুরী, আবু তাহের মাস্টার, প্রাক্তন প্রধান শিক্ষক আসাদুল হক ও বাবু চিত্তরঞ্জন দে, লায়ন রিমন মুহুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।