দাদা বলেছেন সিঙ্গার হতে : কাদেরের নাতনি

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৯:২০ পূর্বাহ্ণ

শেষবার দাদা আমার সঙ্গে কোন কথা বলেননি। শুধু আদর করে দিয়েছেন। আপনারা দোয়া করবেন, দাদার যাতে বেহেশত নসিব হয়। দাদার মরদেহকে শেষ বিদায় জানিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলে অভিনেতা আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। ছোট্ট লুবাবা আরও বলে, দাদা বলেছেন সবসময় ভালো কাজ করবা। ভালো মানুষ হবা। সিঙ্গার হবা। খবর বাংলানিউজের।
প্রিয় দাদার মৃত্যুর সংবাদ শোনার পর থেকে অঝোরে কাঁদছে অভিনেতা লুবাবা। দুইদিন আগে দাদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ফেসবুক লাইভে এসে কেঁদে কেঁদে প্রতিবাদ জানিয়েছে সে। গতকাল শনিবার তার প্রিয় দাদাভাই সত্যি সত্যি চলে গেলেন ওপারে। লুবাবার মা জাহিদা ইসলাম বাংলানিউজে জানান, দাদার মৃত্যুর খবর শুনে অঝোরে কাঁদছে লুবাবা। আমরা তাকে সান্ত্বনা দিচ্ছি, তবুও তার কান্না থামছে না।

পূর্ববর্তী নিবন্ধ‘রং নাম্বার’ সিনেমার শুটিংয়ের দিনগুলো মনে পড়ছে খুব : রিয়াজ
পরবর্তী নিবন্ধএকজন আব্দুল কাদের এবং তাঁর কমর্ময় জীবনের যত দ্যুতি