অভিনেতা আব্দুল কাদের কিছু ইচ্ছে বুকের ভেতর পুষে রেখেছিলেন। ইচ্ছেপূরণ হওয়ার আগেই তাঁকে পরপারে চলে যেতে হলো। নন্দিত এই অভিনেতা মৃত্যুর পর মিরপুরের বাসভবনে এই অভিনেতার স্ত্রী খাইরুননেসা স্বামীর শেষ ইচ্ছের কথা জানান। খাইরুননেসা বলেন, ‘তিনি সব কাজ শেষ করে যেতে পারেননি। নাতি-নাতনি তাঁর জান ছিল, সব সময় বুকে আগলে রাখতেন; তাদের জন্য পাগল ছিলেন। তিনি চাইতেন, নাতি-নাতনি পড়াশোনা করবে; নাতনি এখন যে অভিনয় করছে, সেটা সে নিয়মিত করবে। তারপর সে গান শিখবে। তাঁর আরেকটি ইচ্ছে ছিল, নাতিকে ডাক্তার বানাবেন। নাতনিকে নিজে কেঁদে কেঁদে অভিনয় করে দেখাতেন। বলতেন, এভাবে করবে। আব্দুল কাদের আত্মজীবনী প্রকাশ করতে চেয়েছিলেন। খবর বাংলানিউজের।