জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম বিভাগীয় ও জেলা শাখা। গতকাল শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. এস এ মালেক। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি প্রকৌশলী হোসেন আহমেদ। সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী মো. নোমান। বক্তব্য দেন সংগঠনের বিভাগীয় শাখার সভাপতি প্রকৌশলী প্রদীপ কান্তি বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ধনঞ্জয় চক্রবর্তী।
সংহতি প্রকাশ করেন অধ্যাপক রনজিত কুমার দে, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বাকশিস চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, অধ্যাপক ভবরঞ্জন বনিক, বঙ্গবন্ধু সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী, সাংবাদিক রনজিত কুমার শীল, এডভোকেট ইফতেখার হোসেন সাইমন, প্রকৌশলী মো. নুরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান, আবু ইউসুফ, মো. জুয়েল ও মোস্তাফিজুর রহমান মজুমদার, কিরণ শর্মা, মোসলেহ উদ্দিন বাহার, কৃষ্ণ শেখর দত্ত, পিনাকি দাস, সঞ্জীব কুসন চৌধুরী, মোশাররফ হোসেন প্রমূখ। মানববন্ধনে বক্তারা ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ উপযুক্ত শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।










