লামায় বৌদ্ধ বিহারে চুরি

লামা প্রতিনিধি | শনিবার , ২৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৫০ পূর্বাহ্ণ

লামা পৌরসভার রাজবাড়ী নালন্দা বৌদ্ধ বিহারে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে চোরের দল বিহারে রক্ষিত নগদ টাকা, ৬টি বৌদ্ধ মূর্তি ও স্বর্ণের চেইন নিয়ে যায়। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বিহার কর্তৃপক্ষ জানায়, রাতের কোনো এক সময় চোরের দল বিহারের গ্রিল ও দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দান বাক্স ভেঙে নগদ টাকা, পিতল ও ব্রোঞ্জের ৬টি বৌদ্ধ মূর্তি, মূর্তির গলায় থাকা ২টি স্বর্ণের চেইন ও স্টিলের আলমারি থেকে কিছু কম্বল নিয়ে যায়। ওইদিন রাতে কোনো প্রহরী ছিল না বলে জানিয়েছেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রেমানন্দ বড়ুয়া। তিনি বলেন, চুরির বিষয়ে থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আলমগীর বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআজ চট্টগ্রাম একাডেমির বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধফটিকছড়ি বিএনপির প্রতিনিধি সভা