শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক কনক বরণ বড়ুয়া সংকলিত ও সম্পাদিত ‘এসো হে অমিতায়ু বুদ্ধ’ ও বাংলা ভাষার প্রথম প্রাণস্পন্দন ‘চর্যাপদ’ এর প্রকাশনা উৎসবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, এই বৃহৎ দুটি সংকলনগ্রন্থ অধ্যাপক কনক বরণ বড়ুয়ার অপরিসীম নিষ্ঠা, ত্যাগ ও আন্তরিকতার প্রতিফলন। গভীর মননশীলতার মধ্য দিয়ে আনন্দলাভ ও সেই আনন্দময় চেতনায় গ্রন্থ সংকলনের মাধ্যমে পাঠকের সঙ্গে ভাগ করে নেয়ার সাধনা শুধু ধর্মলগ্ন ঐকান্তিকতার প্রমাণ নয়, বরং তা একই সঙ্গে লেখকের সৃজনশীল মননের দ্যোতকও বটে। বাংলা সাহিত্যকে মহামতি বুদ্ধের ব্যক্তিত্ব ও আদর্শ কতভাবে প্রভাবিত ও অনুপ্রাণিত করেছেন, তার সংকেত বহনকারী এই সংকলন গ্রন্থের জন্য সম্পাদক প্রশংসার দাবিদার। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ভারপ্রাপ্ত সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া, অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, পি আর বড়ুয়া, অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠক দেবপ্রিয় বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. সুব্রত বরণ বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে রোহিনী-বিশাখা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত বৌদ্ধিক গবেষণাধর্মী প্রকাশনা সংস্থার অন্যতম কর্ণধার প্রয়াত বিজয় কৃষ্ণ বড়ুয়া ও প্রয়াত অজিত বরণ বড়ুয়াকে সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভদন্ত তণকর থেরো ও চম্পাকলি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।