স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশে যেমন রাজনৈতিক উত্থান-পতন ঘটেছে, তেমনি পরিবর্তন ঘটেছে সাহিত্যের পরিমণ্ডলেও। এই সময়কালে দুই বাংলার সাহিত্যের দিকে তাকালে আমরা বেশ আশান্বিত হয়ে উঠি। রাজনৈতিক কিংবা মতাদর্শিক বিভেদ যতই ঘটুক না কেন, অন্তত একটা জায়গায় আমরা সফলতা অর্জন করেছি। আর সেটা হলো, বাংলা সাহিত্যের রাজধানী হিসেবে কোলকাতা এবং ঢাকাকে প্রতিষ্ঠিত করা গেছে।
চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপি অনলাইন বাংলা বইমেলার গতকাল বৃহস্পতিবার ২৪ তম দিনে ‘স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাহিত্যের গতিপ্রকৃতি’ শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন।
কবি ফাউজুল কবীরের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন প্রাবন্ধিক গবেষক ড. আহমেদ মওলা, স্বাগত বক্তব্য দেন কবি সাংবাদিক শুকলাল দাশ, ধন্যবাদ বক্তব্য দেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ। ছড়াকার সৈয়দ সেলিমা আকতারের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি আবুল কালাম বেলাল, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, মুহাম্মদ মহসীন চৌধুরী, এস এম মোখলেসুর রহমান, ফাতেমা আক্তার মুন্নী, গোফরান উদ্দিন টিটু, এস এস আবদুল আজিজ, কবি আজিজ রাহমান, লিটন কুমার চৌধুরী, অনুবাদক ফারজানা রহমান শিমু, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, অভিলাষ মাহমুদ, প্রাবন্ধিক রফিক আহমদ খান, এম. কামাল উদ্দিন, লেখক শিপ্রা দাশ, আব্দুল্লাহ আল ফয়সাল, জান্নাতুল ফেরদৌস সোনিয়া, তসলিম খাঁ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।