সুবিমল স্মৃতি সংসদের আলোচনা সভা

| শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৭:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে শহীদ সুবিমল স্মৃতি সংসদের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চন্দনাইশ পৌরসভার মধ্যম জোয়ারা গ্রামের কৃতী সন্তান শহীদ সুবিমলের বীরত্বপূর্ণ অবদান স্মরণে শহীদ সুবিমল স্মৃতি সংসদের উপদেষ্টা রুবেল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের সদস্য আবু আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সংগঠক সরিৎ চৌধুরী সাজু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, সংগঠনের সদস্য সানি বড়ুয়া, সৌমেন বড়ুয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম শহীদ সুবিমলসহ ৭১’র মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মধ্যম জোয়ারা শহীদ সুবিমল স্মৃতি সংসদ ও শহীদ চিত্তরঞ্জন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরের চতুর্পাশে ভাঙনরোধে দ্রুত সময়ের মধ্যে রিটানিং ওয়াল নির্মাণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে সাইফ পাওয়ারের সম্পর্ক অটুট থাকবে
পরবর্তী নিবন্ধডিসিকে বিদায়ী সংবর্ধনা দিল সিজেকেএস