পাহাড়ে পরিত্যক্ত সেনাক্যাম্পে পুলিশ, বিজিবি মোতায়েন হবে

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:৪৯ পূর্বাহ্ণ

পাহাড়ে রক্তপাত, খুন-খারাবি, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধে পার্বত্য চট্টগ্রামে থেকে প্রত্যাহারকৃত খালি সেনাক্যাম্প গুলোতে পুলিশ মোতায়েন করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে । পুলিশের পাশাপাশি সেখানে আনসারও মোতায়েন করা হবে। দুর্গম সীমান্তবর্তী ক্যাম্পগুলোতে বিজিবি মোতায়েন করা হবে।এবিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছি।
প্রধানমন্ত্রীর নির্দেশে তা দ্রুতই বাস্তবায়ন হবে। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলার বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি ।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন , পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির সহাবস্থান নিশ্চিত করতে হবে। ভুমি সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধান করা হবে। সরকার পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখতে চাই।
পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। পাহাড়ে রক্তপাত চাই না। আমাদের বিশ্বাস আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম। উন্মুক্ত আলোচনায় খাগড়াছড়ির পৌর মেয়র মো. রফিকুল আলম,মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান হাজী মো. কাশেম বক্তব্য রাখেন।এসময় মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রি. জে. মো. শাহরিয়ার জামান, পার্বত্য চট্রগ্রাম বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রি. জে. ফরিদুল ইসলাম, খাগড়াছড়ির বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জাহাঙ্গীর আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজসহ সামরিক-বেসামরিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ সেগুন কাঠ জব্দ স’মিল সিলগালা
পরবর্তী নিবন্ধসুজনের সাথে অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের মতবিনিময়