নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় চোর ধরতে গিয়ে দুই যুবক আহত হয়েছে। তাদের পায়ে স্প্লিন্টার পাওয়া গেছে। গত কর্ণফুলী উপজেলার শিকলবাহা ১ নম্বর ওয়ার্ডে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান। আহত মো. আরাফাত (২০) ও আব্দুল আলিম রাজু (২৯) ওই এলাকারই বাসিন্দা।
ওসি দুলাল মাহমুদ বলেন, বুধবার রাতে ১ নম্বর ওয়ার্ডে খোকন দর্জির বাড়ির ছাদে কিছু লোক লোহার রড কাটছিল। শব্দ শুনে খোকন ছাদের সিঁড়িতে উঠে কয়েক জনকে ছাদে দেখে ‘চোর চোর’ করে চিৎকার করেন। ছাদে থাকা লোকগুলো তখন বাড়ির পাশের সীমানা প্রাচীর দিয়ে নেমে দ্রুত সটকে পড়ে। খোকনের চিৎকারে ওই এলাকায় ব্যাডমিন্টন খেলতে থাকা স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে যায়। তারা পটকা ফাটার মত একটি শব্দ শুনতে পায়। পরে আরাফাত ও রাজুকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
ওসি বলেন, আহত দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাদের পায়ে স্প্লিন্টার পাওয়া গেছে। তবে ওই স্প্লিন্টার কীসের, তা স্পষ্ট নয়। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে।