বিদেশগামীর নমুনা পরীক্ষায় অনুমোদন পেল শেভরণ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:১৩ পূর্বাহ্ণ

বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ (করোনা) মুক্ত সনদ প্রদানের জন্য অনুমোদন পেয়েছে চট্টগ্রামের সেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাঃ) লি.। গতকাল (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে অনুমোদনের এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগমের স্বাক্ষরে জারিকৃত প্রজ্ঞাপনে সারা দেশের মোট ২১টি বেসরকারি ল্যাবকে এ সংক্রান্ত অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদন পাওয়া ল্যাবগুলোর তালিকায় ২০ নম্বরে রয়েছে চট্টগ্রামের সেভরণের নাম। বিদেশগামীদের নমুনা পরীক্ষায় বেসরকারি ল্যাব হিসেবে চট্টগ্রামে প্রথম এই অনুমোদন পেল সেভরণ।
মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ায় এখন থেকে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করে সনদ দিতে পারবে বেসরকারি ল্যাবটি। অনুমোদন সংক্রান্ত খবর পেয়েছেন জানিয়ে সেভরণ ল্যাবের জিএম (জেনারেল ম্যানেজার) পুলক পারিয়াল আজাদীকে বলেন, বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষায় আমরা প্রস্তুত আছি। কেবল মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় ছিলাম। অনুমোদন পাওয়ায় আগামী সপ্তাহে বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু করার কথা জানান তিনি।
এদিকে, বেসরকারি ল্যাবে বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষার ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে। আর বিদেশগামী যাত্রীদের সহায়তায় একটি হটলাইন নম্বর চালু করে সেটি ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ল্যাবে বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহে আলাদা বুথ স্থাপনের শর্তও দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।
সেভরণ ল্যাব সংশ্লিষ্টরা জানান, সেভরণ হালিশহর শাখায় করোনার নমুনা পরীক্ষা কার্যক্রম চালু রয়েছে। সেখানেই বিদেশগামীদের নমুনা নেয়া হবে বলে জানান প্রতিষ্ঠানটির জিএম পুলক পারিয়াল। তিনি বলেন, আমাদের এখানে নমুনা দেয়ার একদিন আগে রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়বে না। যেদিন নমুনা দিতে হবে সেদিন আসলেই চলবে। অর্থাৎ ওই দিনই রেজিস্ট্রেশনের সাথে সাথে নমুনা সংগ্রহ করা হবে। সে হিসেবে বিদেশগামীদের একদিন আসলেই চলবে। এর মাধ্যমে বিদেশগামীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে মনে করেন সেভরণের জিএম।
হটলাইন নম্বর : বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা সংক্রান্ত সব ধরণের তথ্য সহায়তার জন্য ইতোমধ্যে একটি হটলাইন চালু করার কথা জানিয়েছে সেভরণ কর্তৃপক্ষ। ০১৭০১-২২৯০৫৮ এই নম্বরে বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা সংক্রান্ত সব ধরণের তথ্য সহায়তা পাওয়া যাবে। এই হটলাইন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানান সেভরণের জিএম পুলক পাড়িয়াল।
উল্লেখ্য, এতদিন কেবল সরকারি পর্যায়ে দুটি (বিআইটিআইডি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ) ল্যাবে বিদেশগামীদের নমুনা পরীক্ষার জন্য নির্ধারিত ছিল চট্টগ্রামে। এখন বেসরকারি পর্যায়ে প্রথমবারের মতো সেভরণ ল্যাব বিদেশগামীদের নমুনা পরীক্ষা কার্যক্রমে যুক্ত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিদ্ধান্তহীনতায় থমকে আছে বে টার্মিনাল
পরবর্তী নিবন্ধদুর্যোগ মোকাবিলা প্রকল্পে ২শ’ কোটি টাকার দুর্নীতি : টিআইবি