অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ‘দি অস্ট্রেলিয়া-বাংলাদেশ কালচার ইন ব্রিসবেন ইনক’ বিজয়ের এই ৪৯তম বার্ষিকীতে প্রতি বছরের মতো এ বছরও গত ১৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় আয়োজন করে বিজয় উৎসব।
দীর্ঘদিন ব্রিসবেনে কোভিড-১৯ এর কারণে কোনো অনুষ্ঠান না হওয়ায় এই বিজয় উৎসব যেন প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি করে।
আর তাই সন্ধ্যার মধ্যে ব্রিসবেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা জড়ো হতে থাকে ইন্দোরপিল্লী ইউনিটিং চার্চ হলে।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এরপর স্থানীয় প্রবাসীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, নাচ, কবিতা আবৃত্তি, বাঁশি বাজানোসহ বিভিন্ন দেশীয় সংস্কৃতি তুলে ধরা হয়।
প্রবাসীরা বিশেষ করে স্থানীয় শিশু-কিশোররা অত্যন্ত চমৎকারভাবে বাংলায় গান, কবিতা, নাচ পরিবেশন করে সকলকে মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘দি অস্ট্রেলিয়া-বাংলাদেশ কালচার ইন ব্রিসবেন ইনক’ সংগঠনের সভাপতি মাহের সামস তার কার্যকরী পরিষদের সকল সদস্যদের নিয়ে অনুষ্ঠানে আগত সকল অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন মানসম্মত অনুষ্ঠান উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন।
সর্বশেষে অনুষ্ঠানে আগত সকল অতিথিদের রাতের খাবার আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।